ব্রাহ্মণপাড়ায়
বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্যে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী
মো: জাহাঙ্গীর আলমের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে
শ্রদ্ধা জানান দলটি।
সূত্রে জানা যায়, কুমিল্লা -৫
(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে
রেখে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত সাবেক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ
এরশাদের দলকে ভালোবেসে তিনি দুই উপজেলায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও
প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি এর আগেও দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয়
পার্টি থেকে অংশগ্রহণ করেন।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তার সাথে
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জসীম উদ্দিন ভূঁইয়া, আলি
আহমেদ,আব্দুল জলিল, হারুন অর রশিদ, মনির হোসেন, মোস্তফা কামাল, সুমন, কারী
ইসরাফিল প্রমুখ। এ সময় জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জানান,
আগামী সংসদ নির্বাচনে আমার দল যদি অংশগ্রহণ করে তবে আমি কুমিল্লা-৫ থেকে
সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আমি সকলের দোয়া ও
সমর্থন কামনা করি।
