কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শ্রীনিবাস নামক স্থানে ভ্রাম্যমাণ
আদালতের অভিযান পরিচালনা করেছে। অভিযানে লাইসেন্সবিহীনভাবে কার্যক্রম
পরিচালনার দায়ে আলাল পোল্ট্রি ও ফিস ফিড লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা
করা হয়।
দুপুর ১২টা ৩০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন। এসময় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ও ২০
ধারায় প্রতিষ্ঠানটির ইনচার্জ জুয়েল রানাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
