ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দেশের সব জেলা
প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের সঙ্গে ইসির বৈঠকে বসবে নির্বাচন কমিশন
(ইসি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মনির
হোসেন বলেন, ভোটের সার্বিক বিষয়, আচরণ বিধি প্রতিপালন, নিরাপত্তা নিশ্চিতে
ভোটের সার্বিক বিষয়ে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের নিয়ে
আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে
দিকনির্দেশনা মূলক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী বছরের
ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন ও গণভোট। সে হিসেবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর,
মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার
সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আর
নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়
২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও
প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে
১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
