
অ্যাডিলেডে
চলছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। যেখানে প্রথম দিনেই বিতর্ক তৈরি হয়
স্নিকো মিটারে দেওয়া সিদ্ধান্ত নিয়ে। অ্যালেক্স ক্যারি তার ব্যাট ঘেঁষে
যাওয়া বলের শব্দও নাকি শুনেছেন। কিন্তু স্নিকো মিটারের ভুলে বেঁচে যাওয়ার
পর সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। দ্বিতীয় দিনেও প্রযুক্তি
বিভ্রাট ফিরে এসেছে। এবার ঘটনার স্বাক্ষী ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার
জেমি স্মিথ। স্নিকোয় ওঠা স্পাইক অনুযায়ী তাকে দুই দফায় নটআউট এবং আউট
দিয়েছে। যা নিয়ে রয়েছে বিতর্ক।
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে অজি
উইকেটরক্ষক ব্যাটার ক্যারির ব্যাটে বল স্পর্শ করার স্পাইক দেখা গিয়েছিল,
কিন্তু ওই সময় ব্যাট-বলের মাঝে ব্যবধান স্পষ্ট ছিল। আবার যখন ব্যাট-বল
কাছাকাছি তখন স্পাইক অদৃশ্য, অথচ ক্যারি নিজেও নাকি আওয়াজ শুনেছেন। পরে
স্নিকোমিটার কর্তৃপক্ষ নিজেদের ভুলও স্বীকার করে নেন। এদিকে, আজ
(বৃহস্পতিবার) প্যাটি কামিন্সের বল পুল করে ছয় হাঁকানোর পরের বলে স্মিথের
ব্যাট ঘেঁষে বল উসমান খাজার হাতে ধরা পড়ে। টিভি রিপ্লেতে দেখা যায়, বল
স্মিথের গ্লাভসে লাগেনি, হেলমেট ছুঁয়েছে। যা নিয়ে অজি ক্রিকেটারদের বিরক্তি
ছিল স্পষ্ট।
অজি অধিনায়ক কামিন্স আবারও আক্রমণে আসতে জেমি স্মিথ ধরা
পড়েন উইকেটের পেছনে। থার্ড আম্পায়ারকে সিদ্ধান্তের ভার দেওয়া হয়, তিনি যখন
টিভি রিপ্লে দেখছিলেন তখন ব্যাট-বলের ব্যবধান স্পষ্ট। তা সত্ত্বেও স্নিকোতে
স্পাইক দেখা যায়, সে অনুসারে স্মিথকে আউট ঘোষণা করেন আম্পায়ার। অবিশ্বাসের
চোখে ক্ষোভ নিয়ে কিছু বলতে বলতে মাঠ ছাড়েন এই ইংলিশ ব্যাটার। ২২ রান করে
মাঠ ছাড়েন স্মিথ। তার বিদায়ে ইংলিশদেরও বিপর্যয়ের মাত্রা আরেকটু বাড়ে।
গতকাল
(বুধবার) চলমান টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে
৩২৬ রান। আগেরদিন অপরাজিত মিচেল স্টার্ক আজ ব্যক্তিগত ফিফটি পূর্ণ করে আউট
হন ৫৪ রানে। অলআউট হওয়ার আগে অজিদের প্রথম ইনিংসে পুঁজি দাঁড়ায় ৩৭১ রান।
ইংলিশদের পক্ষে জোফরা আর্চার সর্বোচ্চ ৫ এবং ব্রাইডন কার্স ও উইল জ্যাকস
২টি করে উইকেট শিকার করেছেন।
নিজেদের ইনিংসে ইংল্যান্ড যথারীতি আগ্রাসী
শুরু করলেও, সাম্প্রতিক সময়ে তাদের চিরচেনা ব্যাটিং বিপর্যয় সামলাতে
পারেনি। জ্যাক ক্রাউলি (৯), ওলি পোপ (৩) ও বেন ডাকেটের (২৯) বিদায়ে ৪২
রানেই তারা ৩ উইকেট হারিয়ে বসে। জো রুটও বেশিক্ষণ টিকতে পারলেন না, আউট হন
১৯ রানে। বলার মতো জুটি (৫৬) গড়েন কেবল হ্যারি ব্রুক ও বেন স্টোকস মিলে।
ব্রুক ৪৫ রানে আউট হলেও, সমান ৪৫ রানে অপরাজিত আছেন স্টোকস। তার সঙ্গে
দিনশেষে আর্চারও ৩০ রানে অপরাজিত আছেন। ৮ উইকেটে ২১৩ রানে দিন শেষ করে
ইংল্যান্ড।
এখনও ১৫৮ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম
ইনিংসে তাদের লিড নেওয়ারই সম্ভাবনা বেশি। আর সেরকম কিছু হলে এই টেস্ট হারের
দিকে এগিয়ে যাবে বেন স্টোকসের দল। এই ম্যাচ হারলেই তারা সিরিজ হাতছাড়া
করবে। আগের দুই টেস্টেও স্বাগতিকদের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম ইনিংসে এখন পর্যন্ত অধিনায়ক কামিন্স ৩, স্কট
বোল্যান্ড ও নাথান লায়ন ২টি করে শিকার ধরেছেন।
