যথাযোগ্য
মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগরে মহান বিজয়
দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে
উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদ হল রুমে জাতির শ্রেষ্ঠ
সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের এক বর্ণাঢ্য সংবর্ধনা
প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল
শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা
গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও
বীরত্বগাথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ
মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ
সিরাজুল ইসলাম মানিক, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
আব্দুল কাদের।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন
মুক্তিযুদ্ধকালীন কমান্ডার গিয়াস উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
আহবায়ক হারুনুর রশিদ। তারা যুদ্ধের সেই অগ্নিঝরা দিনগুলোর স্মৃতি রোমন্থন
করেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান
জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, উপজেলা কৃষি
কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল
আলম তালুকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
বীর মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই
স্বাধীন বাংলাদেশে তাদের যথাযথ সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।
উপজেলা প্রশাসন সবসময় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে শহিদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
