মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২
মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী ড. সরওয়ার সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৭ এএম |

 মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী ড. সরওয়ার সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত



কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ডিসেম্বর)দুপুর ২টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

এসময় তিনি বলেন- ডিসেম্বর হলো বাঙ্গালি জাতির মহান বিজয়ের মাস।মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন -মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিলো প্রশংসনীয়।

ড.সরওয়ার সিদ্দিকী বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা।এ পেশার দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ,জাতি ও বিশ্বের বাস্তবতা সম্পর্কে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে মানুষ জানতে পারে। পক্ষান্তরে হলুদ সাংবাদিকতা সমাজের একটি ব্যাধি। তাই আপনারা হলুদ সাংবাদিকতা পরিহার করে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতা আপনারা নিজেদের নিয়োজিত করুন।আপনাদের মনে রাখতে হবে একজন প্রকৃত সাংবাদিকের কোন বন্ধু থাকতে পারে না।

তিনি আরো বলেন-আদর্শিক ভাবে আপনি যে দলেই থাকেন। কিন্তু পেশাগত দায়িত্বে আপনি কতটুকু স্বচ্ছ, সেটাই হলো দেখার বিষয়।

তিনি বলেন- আমরা মানুষ, ভুল আমাদের হবেই।তাই আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের (সাংবাদিকদের) লেখনি উম্মুক্ত।

বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.ফয়েজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল বারী, মনোহরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মহিন উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, নাথের পেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির সাংবাদিক আবদুল গোফরান,

মনোহরগঞ্জ সদর উপজেলা শিবিরের সভাপতি মীর হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান বিজয় দিবস আজ
যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনে কুমিল্লায় দিনব্যাপী নানা আয়োজন
কুমিল্লায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
সিইউডিএফ বিজয় বিতর্ক উৎসব সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল গ্রেফতার
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
ডা. মোস্তাক আহম্মেদের ইন্তেকাল
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার ষড়যন্ত্র- হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২