রাজধানীর
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুমিল্লার লালমাইয়ে
মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার
বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগমারা
দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং পেরুল উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও
অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
মোনাজাতের আগে সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি
মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়া।
বাগমারা দক্ষিণ ইউনিয়ন
বিএনপির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন
লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর
পিন্টু, সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, নাঙ্গলকোটের সাবেক ইউপি
চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক
জাহাঙ্গীর সরদার, আক্তারুজ্জামান রকেট, আসলাম মজুমদার, সাবেক সদস্য হাফেজ
বেলাল হোসেন, কাজী ইকবাল হোসেন কাজল, মোস্তফা কামাল খোকন, মহসীন মজুমদার,
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, সদস্য মানিক মিয়া,
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য হুমায়ুন কবির শরীফ, আল মাহমুদ
অপু ছাত্রদল নেতা কামরুল হাসান, হাবিব হোসেন প্রমুখ।
প্রধান অতিথির
বক্তব্যে আব্দুল গফুর ভুঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন
উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর
অসুস্থ হন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সব মানুষ দলমত-নির্বিশেষে
আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন
এবং দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর অভিভাবকত্বে আমরা উতরে যেতে পারি, সে
জন্য দেশের জনগণ আল্লাহ তাআলার কাছে আকুতি করেছেন। আসুন আমরা সবাই মিলে পরম
করুণাময়ের কাছে দোয়া করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই
নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন। এছাড়া তিনি ইনকিলাব মঞ্চের
মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী গুলিবিদ্ধ শরীফ
উসমান হাদীর সুস্থতার জন্যও দোয়া কামনা করেন। এবং তার উপর হামলাকারীদের
দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের কাছে
দাবি জানান।
মোনাজাতে বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা, নোয়াপাড়া,
মাতাইনকোট, আলীশ্বর গ্রামের সাত শতাধিক নারীসহ সহস্রাধিক নেতাকর্মী
অংশগ্রহণ করেন।
