শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসাইন, বীর মুত্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ঈসমাইল মজুমদার, উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন মজুমদার বকুল, দৈনিক সমাজ কন্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষী প্রমুখ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
