
বিএনপির
প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য
মোসা. তাহমিনা হক পপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেওয়া তাঁর বহিষ্কারাদেশ
প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম
মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত
থাকার অভিযোগে আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে
বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই
সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘এখন থেকে
দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর
ভূমিকা রাখবেন বলে দল আশা করে।তাহমিনা হক পপি ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক
দলের সভাপতি আবু কাউসারের স্ত্রী এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূঁইয়ার মেয়ে। তিনি নিজেও চারবারের নির্বাচিত
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।দলীয় সিদ্ধান্তকে
স্বাগত জানিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
জানান, নিবেদিতপ্রাণ নেত্রী তাহমিনা হক পপিকে দলে ফেরানোয় স্থানীয় সাংগঠনিক
কার্যক্রম আরও চাঙ্গা হবে। পদ ফিরে পেয়ে তাহমিনা হক পপি বলেন, ‘দলের এই
সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। দল আমাকে যে আস্থা দিয়েছে,
তা রক্ষা করতে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।
ব্রাহ্মণপাড়ায় ও জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে আগের চেয়ে বেশি পরিশ্রম
করব। এ বিষয়ে কুমিল্লা–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম
উদ্দিন জসিম বলেন, ‘দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। অতীতে যারা দলের
প্রতি অনুগত ছিলেন, তাঁদের ফিরিয়ে আনার মাধ্যমে আগামী দিনের
আন্দোলন–সংগ্রামে আমরা আরও সুসংগঠিত হতে পারব। তাহমিনা হক পপির
প্রত্যাবর্তনে স্থানীয় রাজনৈতিক পরিবেশ ইতিবাচক হবে।
