
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত
হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় গৌরীপুর ইউটার্ন সংলগ্ন
ব্রিজের ওপর এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো. সাজ্জাদ হোসেন (২২) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের মো. সিরাজের ছেলে।
দাউদকান্দি
হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, রাতে গৌরীপুর
ইউটার্ন সংলগ্ন ব্রিজের ওপর ঢাকাগামী একটি মোটরসাইকেল হঠাৎ ব্রেক করলে
পিছনে থাকা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দূর্ঘটনার
পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে যায়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
