নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার নগরীর কান্দিরপাড়ে কলেজটির উচ্চ মাধ্যমিক শাখায় বেলুন উড়িয়ে
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নেয়ামত উল্যা ভূঁইয়া। পরে একটি বর্ণাঢ্য
র্যালি বের করা যায়। র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কলেজ
ক্যাম্পাসে মিলিত হয়। পরে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে আলোচনা সভা ও
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
ঐতিহ্যবাহী ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
এ
সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল
ইসলাম, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, কুমিল্লা সিটি
করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার। দিবসটি উপলক্ষে কলেজে নবীন-প্রবীণের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ
ছাত্রসংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বহিঃক্রীড়া সম্পাদক
উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সি. সহ সভাপতি আমিরুজ্জামান, ছাত্রসংসদের
সাবেক সাহিত্যপত্র সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, সমাজকল্যাণ
সম্পাদক নেছার আহমেদ রাজু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, সাজ্জাদুল কবির,
কলেজের সাবেক শিক্ষার্থী জামায়াত নেতা অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন,
মজিবুর রহমান ভূইয়া, এয়াকুব আলী প্রমুখ।
উল্লেখ্য, ১৮৯৯ সালে কুমিল্লা
শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়।
রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় ব্রিটিশের রানী ভিক্টোরিয়ার নামে কলেজটি
প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ শিক্ষার আলো ছড়িয়ে
আসছে। বর্তমানে এটি জেলার স্বনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
