কুবি প্রতিনিধি :
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘদিন ধরে চলমান
শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সংকট নিরসনে দ্রুত
স্থায়ী শিক্ষক, ল্যাব অপারেটর নিয়োগ এবং কম্পিউটার ল্যাব চালুর দাবিতে
উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বরাবর শিক্ষার্থীরা এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে
উল্লেখ করা হয়, বিভাগে বর্তমানে মাত্র চারজন শিক্ষক পাঠদান দিচ্ছেন,
যেখানে ছয়টি ব্যাচ চালু রয়েছে। একজন শিক্ষকের ওপর অতিরিক্ত কোর্সের চাপ
থাকায় মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও যুক্ত
থাকতে হয় শিক্ষকদের, যা কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।
স্মারকলিপিতে
আরও বলা হয়, বিভাগে অধ্যাপক সংকট তীব্র হওয়ায় শিক্ষার্থীরা একাডেমিকভাবে
ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতিথি শিক্ষকের ওপর নির্ভর করতে হওয়ায় নিয়মিত পাঠদান
বাধাগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যয়বহুল কম্পিউটার ল্যাব স্থাপন করা হলেও
অপারেটর না থাকায় শিক্ষার্থীরা তা ব্যবহার করতে পারছেন না।
স্মারকলিপি
প্রদান শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ কাওসার বলেন, “দীর্ঘদিন
ধরে মাত্র চারজন শিক্ষক দিয়ে আমাদের বিভাগ চলছে। ল্যাব তৈরি হলেও অপারেটর
না থাকায় ব্যবহার করতে পারছি না। উপাচার্য স্যার দ্রুত শিক্ষক সংকট
দূরীকরণের আশ্বাস দিয়েছেন এবং খুব শীঘ্রই একজন ল্যাব অপারেটর নিয়োগের কথাও
জানিয়েছেন।”
প্রসঙ্গত, বিভাগের মোট ১০ জন শিক্ষকের মধ্যে বর্তমানে ৬ জন
শিক্ষা-কার্যক্রমের বাইরে থাকায় বিভাগটি মাত্র চারজন শিক্ষক নিয়েই চলতে
হচ্ছে।
