ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী মোঃ আবিরসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি
পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ৪
নভেম্বর (মঙ্গলবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে
পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ
উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে এসআই ডি
এম এ মজিদ শশীদল দক্ষিণ তেতাভূমি এলাকার (অনন্তপুর) হইতে ১১ বোতল স্কাফ
সিরাপসহ মোঃ আবীর কে গ্রেফতার করে। আবির কুমিল্লা কোতয়ালী থানার দক্ষিণ
চর্থা এলাকা মৃত কামাল হোসেনের ছেলে। তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক
আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন ভোর রাতে এসআই মেহেদী হাসান জুয়েল
উপজেলার বাগড়া এলাকা থেকে মাদকসহ সাত মামলার আসামি আব্দুল হাকিম (৩৫) এবং
দুই মামলার আসামি মোঃ সোহেল রানা (৩০)
কে গ্রেফতার করে। আব্দুল হাকিম
মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং সোহেল রানা
দিনাজপুর জেলার কাহারুল থানার গড়নুরপুর গ্রামের নজর আলীর ছেলে।
অপর
দিকের এসআই জাহাঙ্গীর আলম ১০ মামলার পলাতক আসামি ব্রাহ্মণপাড়া উপজেলার
গঙ্গানগর গ্রামের মোঃ আলফু মিয়ার ছেলে রুবেল মিয়া (৪৫) কে গ্রেফতার করে।
পুলিশ
আসামিদেরকে যথাযথ স্কট দিয়ে কুমিল্লা বিজ্ঞা আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল
ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
