কুমিল্লার
লাকসামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডসহ দু'জনকে
৬ মাসের এবং একজনকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো
লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজঘাট এলাকার মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার
(৪০), মো. বাবলু (৪১) এবং ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি দক্ষিণ পাড়ার ইসমাইল
হোসেনের ছেলে এলাকার মাদক ব্যবসায়ী ইয়াসিন মিয়া (২৫)। গ্রেপ্তারকৃতদের কাছ
থেকে ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত
বাবলুর হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে তাঁকে লাকসাম উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার
দিকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লাকসাম থানার অফিসার
ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত
কর্তৃক সাজাপ্রাপ্তদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
লাকসাম থানা
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) রাতে পৌরসভার রাজঘাট এলাকায়
এবং আগের দিন রবিবার গুন্তি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করেন। পরে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস
সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা পৃথকভাবে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদন্ডসহ
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে বাবলু ও
ইয়াসিনকে প্রত্যেকের ৬ মাসের এবং দেলোয়ারকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড
প্রদান করা হয়।
সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন লাকসাম সেনাক্যাম্পের দায়িত্বরত অফিসার মেজর তাহসিন এবং লাকসাম থানা পুলিশ।
এই
ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের
বিচারক নার্গিস সুলতানা বলেন, মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
