কুমিল্লার
লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ে শিক্ষায়
গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয়
মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো:
জহিরুল হক মজুমদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ অলি উল্যাহর
সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা
নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য
দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো : সফিকুর রহমান,বৃহত্তর পেরুল
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্যাহ আমান, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির
সভাপতি মোস্তফা কামাল খোকন, অভিভাবক সদস্য অহিদুর রহমান, আবদুস সাত্তার
প্রমুখ। উপস্থিত ছিলেন মাতাইনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার আবদুল মন্নান, মো: আবুল
খায়ের, আবদুল মন্নান মনু, মহিলা মেম্বার পারুল বেগম, ছাত্রদল নেতা মাসুদ
পারভেজ।
প্রধান অতিথি লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা
বলেন, আমারা যখন স্কুলে পড়েছি তখন এমন অভিভাবক সমাবেশ হতো না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা খুব ভাগ্যবান সুন্দর স্কুল, সুন্দর
মাঠ সবকিছু আছে শুধু শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছ, ভালো ভাবে পড়ালেখা করে
বিদ্যালয় ও মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। তিনি শিক্ষক, অভিভাবক,
শিক্ষার্থীদের সমন্বয়ে ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
