বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলা কমিটির সদস্য সচিব ও কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ পদত্যাগ করেছেন।
শনিবার (২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ইস্তফানামায় তিনি সংগঠনটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
ইস্তফাপত্রে
আবু হানিফ উল্লেখ করেন, “আমি দীর্ঘদিন ধরে যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা জেলা
কমিটি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের
মর্যাদা রক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার শহিদ ও অসংখ্য আহত জুলাই
যোদ্ধার রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে গেছি।”
তিনি আরও বলেন,“তবে
সাম্প্রতিক সময়ে কিছু অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনের চেতনার পরিপন্থী আচরণ
আমাকে গভীরভাবে পীড়া দিয়েছে। বিবেকের তাড়নায় মনে করছি এই পদে থেকে দায়িত্ব
পালন অপারগতা প্রকাশ করছি।”
ইস্তফার ঘোষণায় তিনি সংগঠনের পদ ছাড়লেও
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত থেকে ভবিষ্যতেও সততা, সাহস ও
বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ব্যাপারে আবু
হানিফ জানান- যেখানে শহীদদের আত্মত্যাগের মূল্য নেই এবং জনগণের
আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি সেখানে আমি থাকতে চাইনা। আজ থেকে বৈষম্যবিরোধী
সংগঠনের সকল পদ থেকে অব্যাহত নেই।
আপনি এনসিপি থেকে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান- আমি কখনও এনসিপি’র সাথে যুক্ত ছিল না, ভবিষ্যতেও থাকবো না।
