রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে ১৪ মাস বয়সের মো. আরিয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান মুরাদনগর গ্রামের মো. মজিবুর রহমানের তৃতীয় সন্তান।
স্থানীয়
সূত্রে জানা যায়- সকালে বাড়ির উঠানে খেলার ছলে পরিবারের চোখের আড়ালে
পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা না পেয়ে খোঁজাখুঁজি শুরু
করেন। পরে পুকুরে খুঁজে পেয়ে উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলার গৌরীপুর
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিয়ানের বাবা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
