সিলেটের
দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাড়ির ছাদের সিঁড়িঘরে আবদুর রাজ্জাক (৫৫) নামে
আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে
জানিয়েছে পুলিশ।
আবদুর রাজ্জাক মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের
মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি
ছিলেন। আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ
সম্পাদক।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ফজরের
নামাজ শেষে ছাদে হাঁটতে যান রাজ্জাক। সকাল ৯টার দিকে তিনি রুমে না ফেরায়
তার খোঁজে পরিবারের সদস্যরা ছাদে যান। এ সময় ছাদের সিঁড়িঘরে তারা আবদুর
রাজ্জাকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে
পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত
উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, সকাল সাড়ে ৬টা থেকে
৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহত ব্যক্তির বুক, তলপেটসহ
বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বিশেষ অঙ্গ কেটে ফেলা
হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা
হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
