বাংলাদেশ
উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এ
উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. আলী হোসেন চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ও সামাজিক
ব্যক্তিত্ব অধ্যক্ষ শফিকুর রহমান, নাট্যজন শাহাজাহান চৌধুরীসহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্ত।
সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ।
আলোচনা
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন উদীচীর শিল্পীরা। অনুষ্ঠানে
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
