ইউরোপ চ্যাম্পিয়নরা ফ্রি ট্রান্সফারে হুয়ান এর্নান্দেসকে দলে টানতে চায় বলে খবর গণমাধ্যমের।
হুয়ান
এর্নান্দেসকে দলে টানতে আগ্রহী পিএসজি। গণমাধ্যমের খবর, ফ্রি ট্রান্সফারে
বার্সেলোনার তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে যোগ করতে চায় গত মৌসুমের
ট্রেবল জয়ীরা।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভো তাদের
প্রতিবেদনে লিখেছে, কাতালান ক্লাবটির ‘বি’ দলের হয়ে আলো ছড়িয়ে ফরাসি ক্লাব
পিএসজির নজরে এসেছেন এর্নান্দেস।
বার্সেলোনার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে ১৮ বছর বয়সী এর্নান্দেসের।
এর্নান্দেসের
চুক্তিতে ৬০ লাখ ইউরোর বাইআউট ক্লোজ রয়েছে। আর তাকে ফ্রি ট্রান্সফারে পেতে
হলে, চলতি মৌসুম শেষ হওয়ার অপেক্ষা করতে হবে লুইস এনরিকের দল পিএসজিকে।
