সারা দেশের ন্যায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষার প্রথম ধাপ কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।
২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই পরীক্ষা সুনামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর সারাদেশে প্রায় বারো হাজার নিবন্ধিত শিক্ষার্থী অংশ নিচ্ছে। মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিন শ্রেণিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
শনিবার সকাল থেকে কুমিল্লা জেলার ১১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য কেন্দ্রের মধ্যে ছিল বুড়িচং পশ্চিম কালাকচুয়া কামিল মাদ্রাসা, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাই আল ইসরা ইসলামিয়া মাদ্রাসা।
কুমিল্লা অঞ্চলে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত হিফজুল কোরআন, হিফজ ও নাযেরা বিভাগে অংশগ্রহণ করে।
পরীক্ষা কার্যক্রম তদারকি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মো. আবু শোয়াইব বিল্লাহ এবং প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।
এছাড়াও পরীক্ষা ভিজিটে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাহিদুল ইসলাম, মুফতি আ. রহমান এবং সমাজকর্মী ফয়েজ মুন্সি।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি নুরুল আলম সিদ্দিকী, আবু জাফর মো. সালেহ ও আলমগীর হোসাইন। তত্ত্বাবধায়ক ছিলেন মাওলানা মো. ইউনুস, মাওলানা শামছুল হক ও হাফেজ ফয়েজ আহমেদ।
এছাড়া ফেনী জেলার চারটি উপজেলায়ও তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা কার্যক্রম তদারকি করেন সাইফুল ইসলাম ও রশিদ আহমেদ শাহিন।
পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ ফারুক আহমদ, উপদেষ্টা মুফতি আবদুল হান্নান ও অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
