প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:২০ পিএম |
জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগীতায় অংশগ্রহন করতে যাচ্ছে কুমিললা জেলা ক্রীড়া সংস্থার কারাতে দল। শুক্রবার (24 অক্টোবর) ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই সিতোরিউ কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এই খেলাটি হবে ৪র্থ জাতীয় জুনিয়র এবং সিনিয়র সিতোরিউ কারাতে প্রতিযোগিতা।
উক্ত প্রতিযোগিতায় ১৪টি জেলা ক্রীড়া সংস্থা, ২টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪টি সিটি কর্পোরেশন, ২টি শিক্ষা বোর্ড, সরকারী ব্যাংক, বিমা, বাংলাদেশ বিমান সহ মোট ৩৫টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। যেখানে মোট ১২শ এর অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরিতে মোট ৫৩জন খেলোয়াড় নিয়ে ২৩শে অক্টোবর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে কুমিল্লা জেলা কারাতে দল। গত ৩য় জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় ৫৩টি দলের মধ্যে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়। এবারের প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব দেখছেন দলের কর্মকর্তারা।
বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোফাজ্জল মাহিন চৌধুরী জানান এসব জাতীয় প্রতিযোগিতায় আমরা কুমিল্লার পক্ষ হয়ে অংশগ্রহণ নিতে পেরে অনেক আনন্দিত। এসব প্রতিযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ভিভাসিটি ফুডকোর্ট এবং আফসু ডেভেলপার লিঃ থাকায় আন্তরিক ধন্যবাদ জানান।