আগামী
১৭ ই অক্টোবর মরমী সাধক ও দার্শনিক ফকির লালন সাঁই'র ২৫১ তম জন্মবার্ষিকী।
অন্যান্য বছরের ন্যয় সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার উৎদ্যোগে যথাযোগ্য
মর্যাদায় দিবসটি স্মরণে আগামী ১৬ ই অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায়
কুমিল্লা নজরুল ইনস্টিটিউট এর মুক্ত মঞ্চে আলোচনা ও লালন সংগীত বিষয়ক
সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনের প্রস্তুতি সভা আজ ৪ ঠা
অক্টোবর সন্ধা ৭ টায় কান্দির পাড় যুব ইউনিয়ন কার্যালয়ে সচেতন রাজনৈতিক
ফোরাম, কুমিল্লার বীর মুক্তি যোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক
ব্যক্তিত্ব,সাংবাদিক সমন্বয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সমেত অনুষ্ঠিত হয়।
উক্ত লালন উৎসবের প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তি যোদ্ধা আবদুল
মমিন। প্রধান আলোচক সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ
সেলিম, সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরাম এর সমন্বয়ক শেখ
আবদুল মান্নান। উক্ত আয়োজনে দেশ বরেণ্য লালন গবেষক ও শিল্পী রা উপস্থিত
থাকবেন। মরমি সাধক লালন এর জীবন দর্শন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্হা গঠনের
প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন বীর মুক্তি যোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ,
উদীচী কুমিল্লা জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক রাহুল তারন, সাংবাদিক
মোতাহার হোসেন মাহবুব, উষসী পরিষদের পক্ষে এড. মাহবুবুর রহমান, অধ্যাপক
রুহুল আমিন বকুল, অধ্যাপক এনামুল হক,সাংবাদিক শ্যামল বড়ুয়া,প‚র্বাসা
মধুমিতা কচিকাঁচা মেলার পক্ষে উপদেষ্টা অধ্যাপক দিলীপ পোদ্দার, শিক্ষক নেতা
শান্তি ভ‚ষন দেবনাথ,লালন শিল্পী রাসেল দেওয়ান,শ্যামা রানী,নক্ষত্র
চক্রবর্তী প্রম‚খ।
প্রধান আলোচক ড. শাহ মোঃ সেলিম বলেন-বৈষম্যমুক্ত এই
বাংলাদেশে লালন আমাদের মানবতার প্রতীক। লালন উৎসব কে কেন্দ্র করে আগামী ১৬ ই
অক্টোবর কুমিল্লার এই আয়োজন সকল সাংস্কৃতিক সংগঠন গুলোকে এই উৎসবে অংশ
গ্রহন করার উদাত্ত আহবান জানান।
