বীরমুক্তিযোদ্ধা
ছড়াকার জহিরুল হক দুলালকে সংবর্ধিত করেছে আবৃত্তি সংগঠন কবিতাবৃত্ত
কুমিল্লা। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কবি নজরুল ইসলাম ইন্সটিটিউট
কেন্দ্র, কুমিল্লার মিলনায়তনে কবিতা প্রহর অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা
হয়। সংবর্ধনার প‚র্বে কবিতাবৃত্তে স্পন্দিত জীবন ¯েøাগানে সংগঠনের ৮ম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কবিতাবৃত্ত কুমিল্লার সভাপতি সভাপতি সুলতানা পারভীন দীপালি সভাপতিত্বে সঞ্চালনায় করেন সংগঠনের সদস্য নাফি,রিফা ও শেফা।
অতিথি
ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী
মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ফারুক সরকার, নাট্য ব্যক্তিত্ব শাহজাহান
চৌধুরী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান শুভ্র, কবিতাবৃত্তের সহ সভাপতি ননী
স‚ত্রধর, আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ
ইউনুস, জিয়াউদ্দীন ঠাকুর,সংগীত শিল্পী জহির হাসান প্রমুখ।
অনুভ‚তি
প্রকাশে ছড়াকার বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, অহংকার একটি সম্পদ।
যোগ্য ব্যক্তির অহংকার থাকা উচিত। ভালো কাজে প্রতিযোগীতা হওয়া চাই। শুধু
সরকারি চাকরি বা উঁচু পদের চেয়ারে থাকলে শুধু মানুষকে জ্ঞান দেওয়া উচিত নয়।
