নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার সীমান্ত ঘেঁষা গোমতী নদীতে যেন সিনেমার মতো দৃশ্য।
ভোরের অন্ধকার সবে কাটতে না কাটতেই নদীর স্রোতে ভেসে আসতে থাকে ককশীট ও
কলাগাছের সঙ্গে বাঁধা রহস্যজনক প্যাকেট। প্রথমে মনে হয়েছিল ভেসে আসা
আবর্জনা। কিন্তু কাছে যেতেই মিলল আসল রহস্য প্যাকেটে ভর্তি ভারতীয় তৈরি মদ,
ভদকা আর বিয়ার!
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে আদর্শ সদর উপজেলার বিবির
বাজার সীমান্তের গোলাবাড়ি বিওপির টহলরত বিজিবি সদস্যরা টের পান এই অদ্ভুত
দৃশ্য। মুহ‚র্তেই নদীতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করে
সীমান্তরক্ষীরা। একে একে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ্যপানীয়। যার
আনুমানিক ম‚ল্য প্রায় ১০ লাখ টাকা।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক
চোরাকারবারিরা প্রতিনিয়ত অভিনব কৌশল নিচ্ছে। কখনো নদীর স্রোতকে ব্যবহার
করছে, কখনো কলাগাছ বা বাঁশে বেঁধে চালান পাঠাচ্ছে। তবে আমাদের টহল দলও
সর্বদা সতর্ক রয়েছে। এই চালানও তাদের হাত থেকে রক্ষা পায়নি। সীমান্তে
চোরাচালান বন্ধে দিনর াত দলে থাকেন বিজিবি সদস্যরা। এ ধরনের অভিনব কৌশল
ব্যবহার করেও বিজিবি সদস্যদের নজর এড়াতে পারবেনা চোরাকারবারীরা।
তিনি
আরো বলেন, অভিযান চলাকালীন মাদক কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে
বিজিবির ধারণা, সীমান্তের ওপার থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল এসব মাদক, যা
ভেসে আসছিল বাংলাদেশ অংশে। উদ্ধার হওয়া সব মাদকদ্রব্য পরবর্তীতে আইনানুগ
প্রক্রিয়া শেষে কাস্টমসের কাছে জমা দেওয়া হয়েছে।
