নিজস্ব প্রতিবেদক।।। কুমিল্লা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক দুই অভিযানে মোবাইল ডিসপ্লে, শাড়ি ও থ্রি পিসসহ প্রায় ৯১ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে জব্দের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বিজিবি১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বৃহস্পতিবার (০২ অক্টোবর সকালে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোপুড়া কবরস্থান এলাকায় মালিকবিহীন অবস্থায় ১২শ৪০ পিস অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ১৭শ৪৫ পিস বাজি জব্দ করা হয়। যার আনুমানিক ম‚ল্য ৬২ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
এর আগে বুধবার ১ অক্টোবর বিকেল একই বিওপি’র কটকবাজার পোস্টের আরেকটি বিশেষ টহলদল সীমান্ত এলাকা গঙ্গানুর নামক স্থানে অভিযান চালায়। ওই অভিযানে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪৩৩ পিস ভারতীয় শাড়ি ও ৫৭ পিস থ্রি-পিস আটক করে। যার আনুমানিক ম‚ল্য দাঁড়ায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।
আটককৃত সকল মালামাল বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।
