নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার সীমান্তবর্তী রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে
টাস্কফোর্স। আটককৃত বাজির আনুমানিক বাজারম‚ল্য এক কোটি ৩৭ লাখ টাকা।
কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) স‚ত্রে জানা যায়, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে
গোপন সংবাদের ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার রসুলপুর রেল স্টেশন এলাকায়
অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস
ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার
আতশবাজি জব্দ করা হয়। জব্দকৃত আতশবাজির আনুমানিক বাজার ম‚ল্য ১ কোটি ৩৭ লাখ
টাকা।
কুমিল্লা বিজিবি-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ
বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে
আসছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত বাজি আইনানুগ
প্রক্রিয়ায় কাস্টমসে জমা করা হবে।
অভিযানে এ সময় উপস্থিত ছিলেন সহকারী
কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহানসহ বিজিবি, জেলা
পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা।
