রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নবাবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহাসড়কের ঝটিকা মিছিলের ঘটনায় পূর্বের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয়
কারাগারে পাঠানো হয়েছে। এহছানুল হক মজুমদার হৃদয় চান্দিনা উপজেলার বরকরই
গ্রামের টিপু মজুমদারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরকরই ইউনিয়ন
সভাপতির দায়িত্ব পালন করেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল
ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।