শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২
কীটনাশকের অব্যবস্থাপনা দূর করতে নতুন বিধিমালা করা হচ্ছে
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ এএম |


কীটনাশকের অপব্যবহার, অতিরিক্ত মূল্যসহ নানা অব্যবস্থাপনা দূর করতে নতুন বিধিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
কীটনাশকের অপব্যবহার হচ্ছে এবং অনেক উচ্চ মরলে কীটনাশক বিক্রি হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এটা একটা সত্য কথা বলেছেন। এটারও একটা বিধিমালা করে দিয়ে যাচ্ছি খুবই তাড়াতাড়ি। কীটনাশক দেওয়া কিন্তু পরিবেশের জন্যও ক্ষতিকর। নকল কীটনাশকও আছে। আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি।
কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, আমরা পুরো কীটনাশক বিধিমালাটা পরিবর্তন করে ফেলব। এটার কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এটা হয়ে গেলে যে সমস্যাগুলো আছে সেগুলো মিটে যাবে।
তিনি বলেন, বাংলাদেশে যত ধরনের কীটনাশক আসে, ২০৩ রকমের জেনেরিক আছে, এই ২০৩ রকমের জেনেরিকের কীটনাশক আছে ৮ হাজার। আমরা এটাকে রেশনাল করব, অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে যে সংখ্যক হওয়া উচিত, সেই বিষয়ে শক্ত একটা বিধিমালা হচ্ছে।
সচিব আরও বলেন, অনেকেই নতুন কীটনাশকের অনুমোদন চাচ্ছিল। আমরা বলেছি, বিধিমালা করে আমরা বাড়াবো বা কমাবো। সেই সিদ্ধান্তটা যখন হয়ে যাবে আশা করি কীটনাশকের যে অব্যবস্থাপনা সেটা অনেকখানি স্বাভাবিক হয়ে যাবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
মুক্তি পাচ্ছে আলো সাহা আল্পনার মৌলিক গানের মিউজিক ভিডিও ‘মন তবু তোমাকে চায়’
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে যৌথ চেকপোস্ট অভিযান
কুমিল্লায় লাউ চাষে সফল দুই গ্রামের তিন কৃষক
এদেশের মানুষের ইজ্জত, সম্মান আমানত একমাত্র তারেক রহমানের কাছে নিরাপদ- ড. রশিদ আহমেদ হোসাইনী
ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন কুমিল্লার তমাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২