আসন্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার।
সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক, ২৩ বীর। এছাড়াও কুমিল্লা সদর
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-১১ সিপিসি-২ এর প্রতিনিধি,
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার ও ভিডিপির জেলা
কমান্ড্যান্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা পর্যায়ের প্রতিনিধি
উপস্থিত ছিলেন।
সভায় আলোচনায় উঠে আসে যে সেনাবাহিনী এবং সনাতন
ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে সবসময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
বিদ্যমান। এই সমন্বয় সভা সেই সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং পূজাকে
কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার।
নিরাপত্তা জোরদার ও পূজা উদযাপন নির্বিঘ্ন করতে যেসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়, তা হলো:
ক। পূজা মণ্ডপ এলাকায় ব্যাগ চেকিং ব্যবস্থা।
খ। সিসি ক্যামেরা সচল রাখা ও পর্যবেক্ষণ নিশ্চিতকরণ।
গ। দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রাখা।
ঘ। ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিতকরণ ও পর্যবেক্ষণ জোরদার করা।
ঙ। অগ্নি নির্বাপক যন্ত্র রাখা এবং ব্যবহার নিশ্চিত করা।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর আশ্বাস প্রদান করে যে, পূজার সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাই একযোগে কাজ করবে।