বাংলাদেশ
পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৯০১) কুমিল্লা
আঞ্চলিক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর
শাকতলা কার্যালয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা
হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আঞ্চলিক কমিটির সভাপতি মো. ওমর
ফারুক ভূইয়া। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয়তাবাদী
শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা
ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এছাড়া
কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. দিদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে
দক্ষিণ জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো.
তাজুল ইসলাম এবং কুমিল্লা মহানগর শ্রমিকদলের সভাপতি মো. নুরুল ইসলামও
বক্তব্য দেন।
ঘোষিত কমিটিতে মো. ওমর ফারুক ভূইয়া সভাপতি, মো. আনোয়ার
হোসেন কার্যকরী সভাপতি, মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. নাছির
উদ্দিন সাংগঠনিক সম্পাদকসহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
সম্মেলনে
কুমিল্লা অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।