প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাইয়ে মাদক সেবনের দায়ে মনির হোসেন (২৯) নামে এক যুবককে দেড় বছরের
কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার
২৫ সেপ্টেম্বর রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের সূত্রধর
পাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ সময় লালমাই থানার পুলিশ সদস্যরাও
উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন উপজেলার নাওড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে ।
উপজেলা
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, গোপন
সূত্রে জানতে পারি মনির হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালানো
হয় এবং মাদক সেবনের সময় তাকে হাতেনাতে ধরা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের কারাদণ্ড ও
৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত
থাকবে।