নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার
সদর দক্ষিণে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার
(২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের সদর দক্ষিণে বাতাবাড়িয়া
এলাকায় হোটেল শাহজাহানের সামনে থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা
হলেন, ফয়সাল হোসেন সুমন (৩৮), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বাজিজখাঁ
গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে এবং সবুজ শেখ (১৯), বাগেরহাট জেলার
মোড়লগঞ্জ থানার বর্শিবাওয়া গ্রামের রসুল শেখের ছেলে।
র্যাব জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত
থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।