কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.২৮ শতাংশ। তবে এর মধ্যেও ব্যতিক্রমী সাফল্যের নজির গড়েছে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল। বিদ্যালয়টির প্রথম এসএসসি ব্যাচই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফায়েত হোসাইন জানান, এবার বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে একজন জিপিএ-৫ (এ+), ১০ জন 'এ' এবং ৬ জন 'এ-মাইনাস' গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
প্রধান শিক্ষক বলেন, "প্রথম ব্যাচেই শতভাগ পাসের এই সাফল্য আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে আমরা নিরলস চেষ্টা করবো।"বিদ্যালয়টির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল নোমান সজীব বলেন, "এই ফলাফলে আমরা অত্যন্ত খুশি। প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো ফল অর্জন সম্ভব।"
২০২৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত বর্তমানে ৭৫৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৭২ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা গ্রহণ করছে।
প্রধান শিক্ষক জানান, "ভালো শিক্ষার পরিবেশ পেতে আগে অনেক পরিবারকে ঢাকা, কুমিল্লা বা লাকসামে যেতে হতো। আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার পর অন্তত দশটি পরিবার এলাকায় ফিরে এসেছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা থাকায় অনেকেই এখন আর শহরে যেতে বাধ্য হচ্ছেন না।"
তিনি আরও বলেন, "এখন শুধু বিজ্ঞান বিভাগ চালু আছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগও চালু করা হবে। আমাদের লক্ষ্য এ প্রতিষ্ঠানকে এই অঞ্চলের একটি আদর্শ বিদ্যালয়ে রূপান্তরিত করা।"
এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগীরা বিদ্যালয়টির এই সাফল্যে আনন্দিত। তাদের প্রত্যাশা, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল এভাবেই নতুন উচ্চতায় পৌঁছে শিক্ষার আলো ছড়িয়ে যাবে।