প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাইয়ে খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ও জলাবদ্ধতা নিরসনে
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ পরিষ্কার-অভিযান।
শনিবার (১২ জুলাই) দুপুরে ডাকাতিয়া নদীর লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের নাগরীপাড়া অংশে এ পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে
নাগরীপাড়া থেকে নদীর উত্তর-দক্ষিণাংশের বাঁশ ও অন্যান্য ময়লা অপসারণ করে
কচুরিপানা পরিষ্কার করা হয়। পরিষ্কারের পর রূপ পাল্টে নদীর চিরচেনা রূপ
ফিরে আসে ডাকাতিয়া নদীর ঐ অংশে এবং ফিরে আসে পানির স্বাভাবিক প্রবাহ।
লালমাই
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসার নেতৃত্বে এসময় উপস্থিত
ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা
ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক কামরুল হাসান লোকমানের নেতৃত্বে ছাত্রদলের
সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক
কামরুল হাসান লোকমান বলেন, গত বছরের বন্যার ধকল যেতে না যেতে এ বছর আবারো
বন্যার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন
স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন পরিষ্কার করার
উদ্যােগকে আমরা সাধুবাদ জানাই। ইউএনও মহোদয়কে ধন্যবাদ ছাত্রদলকে এই মহৎ
কাজে সহযোগিতা করার সুযোগ দেওয়ায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘সম্প্রতি দেখা যাচ্ছে, বিভিন্ন খালে ভেসাল
জাল ও বাঁশ বসিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে
একদিকে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষিজমিতেও পানি জমে
চাষাবাদ ব্যাহত হচ্ছে। আজকের অভিযানে আমরা ডাকাতিয়া নদীর নাগরীপাড়া অংশে
ময়লা আবর্জনা অপসারণ করে নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। এর
আগে উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে ড্রেন পরিষ্কার করার উদ্যােগ
নেওয়া হয়েছে। সেই অভিযানও চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আমরা
নিয়মিত পরিচালনা করবো। খাল ও জলাশয়গুলোর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং পরিবেশ
সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।’
উল্লেখ্য, বর্ষা
মৌসুমে জলাবদ্ধতা ও কৃষিজমিতে পানি জমে থাকা রোধে খালের স্বাভাবিক প্রবাহ
নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে
স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এই উদ্যােগের ধারাবাহিকতা চান তারা।