ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া
থানা পুলিশ ১১ জুলাই (শুক্রবার) দুপুরে শশীদল উত্তরপাড়া এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ কাউসার মিয়া (২৮) ও সাব্বির (২৮) নামে
দুইজনকে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা
সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের
নির্দেশে এসআই এম এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান
পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শশীদল (উত্তরপাড়া) আল-আমিন
বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার পূর্ব পাশে শাহিন মিয়ার কলাবাগান হইতে কাউসার
মিয়া ও সাব্বির নামে ২ জনকে গ্রেপ্তার করে।
এ সময় পুলিশ তাদের দখল হইতে ৮
কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত কাউসার মিয়া উপজেলার গঙ্গানগর
গ্রামের মৃত সামছুল হকের ছেলে এবং সাব্বির, খরিয়া গ্রামের পাইকগাছা থানার
খুলনা জেলার আঃ সামাদ গাজীর ছেলে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায়
মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি)
দেলোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের
মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।