নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ
পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার (আংশিক) আহ্বায়ক কমিটি গঠন করা
হয়েছে। গত ৭ জুলাই বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি
অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির
মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মনিন্দ্র
কিশোর মজুমদার এবং সদস্য সচিব করা হয়েছে সুভাষ বনিককে। উক্ত কমিটিতে যুগ্ম
আহ্বায়করা হচ্ছেন- জহর লাল দত্ত, ননী গোপাল সরকার, বিশ্বতম সাহা, তাপস লাল
দত্ত, অঞ্জন চৌধুরী, রঞ্জিত মজুমদার, বিপ্লব চৌধুরী,অনিল চন্দ্র বনিক,ডাঃ
দিলিপ সরকার, চন্দন কুমার দেব, সজল মিত্র।
উক্ত কমিটিতে সদস্যরা
হচ্ছেন- এডঃ নিতাই দাস, প্রমোদ রঞ্জন ভৌমিক, সন্তোষ দাস, গৌরাঙ্গ চন্দ্র
দে, নিহার রঞ্জন দত্ত, নন্দ লাল ধর, পীযূষ চন্দ, বিপ্লব মজুমদার, সঞ্জিব
রাউত, জয় দেব দাস, হরে কৃষ্ণ শর্মা, সন্দীপ দেবনাথ, বিশু দাস, বাবু গৌরাঙ্গ
চন্দ্র দে, শৈবাল চন্দ্র সাহা, মহাদেব বনিক, কাজল দে, বাবু এস কে সিনহা,
গৌরাঙ্গ মন্ডল, রজত চক্রবর্তী, দুলাল কান্তি মজুমদার, সেফাল কান্তি
মজুমদার, সমির রঞ্জন দেবনাথ, জনি, শিবু মন্ডল, সজল দত্ত, নিতাই চন্দ্র দাস,
বিষ্ণু দেবনাথ, সুব্রত চন্দ্র সাহা, রাধা রমন ভৌমিক, স্বপন দেবনাধ, শ্রী
স্বপন সাহা, তপন পোদ্দার, নন্দ লাল ধর, স্বপন দেবনাথ, তপন চন্দ্র সাহা,
মিন্টু চন্দ্র দে, কৃষ্ণ চন্দ্র দাস, রবিন্দ্র চন্দ্র দাস, উমেশ সরকার,
বিজয় মজুমদার, রিপন দাস, আশিষ কুমার সিংহ, খোকন চন্দ্র দাস, নয়ন চন্দ্র
সাহা, অনিক চৌধুরী, সুমন চন্দ্র বসাক, সনঞ্জয় চক্রবর্তী, মরন কর্মকার, জয়
রায়, তাপস চৌধুরী, বিধান সাহা, নিখিল সাহা, মলিন চন্দ্র ভৌমিক, গণেশ চন্দ্র
দেবনাথ, বাবু টাবলু সাহা, রমেন্দ্র ভট্টাচার্য, নয়ন সরকার।