নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ
পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি
অনুমোদন দিয়েছেন। গত ২২ জুন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির
সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত
বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে
শ্যামল কৃষ্ণ সাহা ও সদস্য সচিব করা হয়েছে সঞ্জিত দেবনাথকে। কমিটিতে যুগ্ম
আহ্বায়করা হলেন- শ্যামল কুমার সাহা, তপু চৌধুরী, কনক কুমার দাস, কিশোর
দেবনাথ, দিলীপ ভৌমিক, সুমন সাহা (বাজাজ), জয়ন্ত কুমার দেবনাথ (বাপ্পা),
বিপ্লব ভৌমিক (মিলু), লিটল পাল, রাজিব সাহা, ডাঃ বনশ্রী সাহা, রানা
গাঙ্গুলি, এডঃ অমিতাভ ঘোষ, এডঃ অমিত কুমার সিংহ, এডঃ উর্মিলা দাস (কঙ্গন),
নিমাই চন্দ্র দাস, বিজয় সাহা, লিটন সাহা, নারায়ন চন্দ্র দাস, প্রদীপ দাস,
বিকাশ চন্দ্র সাহা।
সদস্যরা হলেন সুনিল দাস, অপু চৌধুরি, দয়াল ঘোষ,
অভিজিৎ রায় চৌধুরী, সঞ্জয় রায় চৌধুরী, দীপঙ্কর সাহা, রঞ্জিত চক্রবর্তী,
সুব্রত দেবনাথ (মনি), অনিরুদ্ধ আইচ বগলু, বিশ্বজিৎ মোধক, তপন কুমার দাস,
তরুন ভৌমিক, নিমাই দাস, জয়দেব, সুজিত দে বাবুল, প্রলয় দাস গুপ্ত, অশোক
মজুমদার, রামু দাশ, রঞ্জন চক্রবর্তী, অরন্য ভৌমিক, দিপ্ত রায়, কৃষ্ণদাস,
রাজিব চন্দ্র দাস, বিষ্ণ চন্দ্র দাস, তনয় পাল, ঋতুক দে, সুজন চন্দ্র দাস,
অর্শ রায়, উজ্জল সরকার, কার্তিক চন্দ, অমিত ঘোষ, গৌতম ঘোষ, গোপাল দাশ, বিজয়
সাহা, বিপদ দেবনাথ, অমর ভৌমিক, সুমিত মজমুদার, অশোক সাহা, শাওন সরকার,
সঞ্জয় সাহা, পার্থ দেবনাথ, মনি দেবনাথ, শিবলু সরকার, অনন্ত চক্রবর্তী,
হরিঋষি, কৃষ্ণঋষি, মিন্টু কর্মকার, গোপাল দাস, সঞ্জিত দাস, অরুন দাস,
কৃষ্ণ চন্দ্র দে, সুজন সাহা, প্রান্ত সাহা, লিমন মোদক, গৗরব সরকার, অজয় দে,
রাজিব দাস, বিশাল সাহা, রোহান সাহা, শিশির সাহা, অর্ণব পাল, প্রনয়
গোস্বামী, শিমুল ঘোষ, শ্রীকান্ত দত্ত, প্রহল্লাদ দত্ত, অর্জুন পাল, নারায়ন
সাহা, লক্ষন বিশ্বাস, মিন্টু রায়, সুনীল বিশ্বাস, দিলীপ সরকার, সুবির দাস,
সুধীর চন্দ্র দাস, বাবুল চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস, কাজল দেবনাথ, তপন
কুমার দাস, বাদল মজুমদার।