রোববার ২৯ জুন ২০২৫
১৫ আষাঢ় ১৪৩২
তাইজুলের ফাইফার, লিড দুইশো পেরিয়ে থামল শ্রীলঙ্কা
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:২০ এএম আপডেট: ২৮.০৬.২০২৫ ২:০৫ এএম |


  তাইজুলের ফাইফার, লিড দুইশো পেরিয়ে থামল শ্রীলঙ্কা

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থতার পর বোলিংয়েও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। গতকাল হতাশার দিন কাটানোর পর আজ সকালে নাহিদ রানা-তাইজুলের জোড়া আঘাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল সফরকারীরা।
শেষ পর্যন্ত ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেই ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে নামাতে ২১১ রান করে টার্গেট দিতে হবে বাংলাদেশের।
লঙ্কান ব্যাটারদের দাপটের মিছিলে পাঁচ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। টেস্ট ক্যারিয়ারে ১৭তম বার ফাইফারের কীর্তি গড়লেন টাইগার এই স্পিনার। 
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ২৯০ রানে। ৮ উইকেট হাতে নিয়ে ৪৩ রানে এগিয়ে ছিল লঙ্কানরা। নিশাঙ্কা ১৪৬ রানে ও প্রবাথ জয়সুরিয়া ৫ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন দেড়শ রান তুলে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের শিকার হন নিশাঙ্কা। ১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করেন তিনি। নিশাঙ্কার পর লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ৭ রানে থামিয়ে দেন তাইজুল।
তাইজুলের জোড়া আঘাতের পর উইকেট শিকারের তালিকায় নাম লেখান পেসার নাহিদ রানা। নাইটওয়াচম্যান জয়সুরিয়াকে ১০ রানে ফিরিয়ে দেন তিনি। ৩৩৫ রানে পঞ্চম উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। ৪৯ রান যোগ করেন দুজনে মিলে। ৩৩ রান করা কামিন্দুকে শিকার বানান স্পিনার নাইম হাসান।
মধ্যাহ্ন বিরতির পর সাফল্য পেতে সময় লাগল না সফরকারীদের। দ্বিতীয় ওভারে সোনাল দিনুশাকে বোল্ড করেন নাঈম হাসান। শ্রীলঙ্কার ইনিংসটা কতদূর যেতে পারে সেটি নির্ভর করছিল অনেকটা কুশল মেন্ডিসের ওপর। বাংলাদেশের কাজ সহজ করে দিলেন লঙ্কান এই ব্যাটার। দ্রুত দুই রান নিতে গিয়ে উল্টো উইকেট বিলিয়ে দিলেন। ৮ চার ও ২ ছক্কায় ৮৭ বলে ৮৪ রান করেন কুশল।
তিন বল পর বড় শটের খোঁজে মিড অনে সাদমান ইসলামের ধরা পড়েন আসিথা ফার্নান্দো। ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাইজুলের ফাইফারের পাশাপাশি বল হাতে উজ্জ্বল ছিলেন নাঈম হাসানও। তিন উইকেট শিকার করেছেন তিনি। এ ছাড়া নাহিদ পেয়েছেন একটি উইকেট।












সর্বশেষ সংবাদ
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে আসামীদের গ্রেফতারের প্রেচেষ্টা অব্যাহত
কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড়
ব্রাহ্মণপাড়া- মিরপুর সড়ক রাস্তা ধসে পুকুরে বিলীন হওয়ার শঙ্কা
ব্রাহ্মণপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড়,
১০ হাজার টাকা করে পাবেন শিক্ষার্থীরা, যেভাবে মিলবে এই টাকা
অন্যায়ভাবে নীলফামারীতে আটক কুমিল্লার শাহাজাদাসহ দুই সাংবাদিক, ন্যূনতম মামলা দেওয়ার চেষ্টা
জুলাইয়ের প্রথম সপ্তাহে আবারও টানা ৩ দিনের ছুটি
কুমিল্লায় পাটজাতপণ্য উৎপাদনকারী কারখানা বন্ধের হিড়িক, রপ্তানীতে ধস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২