কুমিল্লার
তিতাস উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ২১৩ পিস ইয়াবা ও ৪'শ গ্রাম
গাঁজাসহ শরিফ সরকার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার
হওয়া ওই যুবক উপজেলার শাহপুর গ্রামের মৃত আমালক সরকারের ছেলে।
সোমবার
রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল ও থানা পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে শরিফ সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ
ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাৎক্ষণিকভাবে শরিফকে আটক করা হয়।
গ্রেপ্তারের
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ‘শরিফ সরকারের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে
হত্যাসহ আরো ৪টি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে।