নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার
বিএনপি নেতা ও দক্ষিণ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন
মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স
ছিল ৬৩ বছর। মরহুম আনোয়ার হোসেন কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার
বাসিন্দা। মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩টায় কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হাসপাতালে
চিকিৎসাধীর অবস্থায় মারা যান। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
মনিরুল হক সাক্কুর খুবই আস্থাভাজন ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।
পরিবার
সূত্র জানা যায়, মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত মস্তিষ্ক ও হৃদরোগে
ভুগছিলেন। যুবদলের এ নেতা তিন ছেলে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (২৮ মে) বাদ আসর কুমিল্লা রেইসকোর্স নূর মসজিদে জানাজা শেষে পারিবারিক
কবরস্থানে দাফন করা হবে।