কুমিল্লা
থেকে মঞ্জু ইসলাম মক্কু (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। গত ১২ এপ্রিল
কুমিল্লা জেলার কোতয়ালী থানার বলরামপুর এলাকার উত্তরপাড়া থেকে তিনি
নিখোঁজ হন। উল্লেখিত স্থানে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তিনি। এই ঘটনায়
মক্কুর স্ত্রী ফাতেমা আক্তার কোতয়ালী থানার একটি অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ
হওয়ার সময় তার পড়নে লুঙ্গী এবং শার্ট পরিহিত ছিলেন। তার উচ্চতা পাঁচ ফুট
দুই ইঞ্চি, শরীরের গঠন মধ্যম হালকা, গায়ের রং কালো, মাথার চুল কালো,
মুখমন্ডল লম্বাটে, সামনের উপরের চোয়ালের দাঁত নেই এবং সে গাইবান্ধার আঞলিক
ভাষায় কথা বলে।
কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি উক্ত ব্যক্তির সন্ধান পান
নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ০১৭২৩৮২০৮৬১-স্ত্রী,
০১৭২৯০০২৫০০-মা ।