কুমিল্লা
- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর - গক্ষুর এলাকায় গাড়ির চাকায়
অজ্ঞাত এক ব্যক্তির পুরো দেহ ছিন্ন বিছিন্ন হয়ে মৃত্যুর দুই দিন পর ও
সনাক্ত করতে পারেনি পুলিশ। সোমবার সকাল ৬ টায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে
ওই অজ্ঞাত ব্যক্তির টুকুরো লাশ সড়ক থেকে উদ্ধার করে আঞ্জুমান মফিদুল
ইসলামে দিলে বেওয়ারিশ হিসেবে দাফন করে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার।
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা গেছে সোমবার সকাল ৬ টায় কুমিল্লা - সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর দেবপুর- গক্ষুর এলাকায় একটি অজ্ঞাত গাড়ির চাকায়
পিষ্ট হয়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা জানায় দুর্ঘটনার সময়
কেউ ঘটনার স্থলে ছিলনা। পরে ঘটনাস্থলে এসে দেখেন সড়কে ওই অজ্ঞাত ব্যক্তির
সমস্ত দেহ ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। পরে পুলিশ কে খবর দুলে
পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার
ওসি ইকবাল বাহার জানান খবর লাশের টুকরো উদ্ধার করে সোমবার রাতে আঞ্জুমান
মফিদুলে হস্তান্তর করা হলে তারা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। তিনি আরও
জানান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই লাশকে সনাক্ত করা সম্ভব হয়নি।