আলমগীর হোসেন।।
কুমিল্লার
চান্দিনা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার
ব্যবসায়ীদের নিয়ে সেভেন রিংস্ সিমেন্টর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ মে বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কালাকচুয়ায় হোটেল মিয়ামীতে
আয়োজিত সম্মেলনে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাজার
সম্প্রসারণ ও ব্র্যান্ডের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সেভেন
রিংস্ সিমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ মোত্তালেব হোসেন সম্মেলনের সভাপতিত্ব
করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের (ঈগঙ) চিফ
মার্কেটিং অফিসার জনাব হারুন উর রশিদ।
নাসির আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্টের এরিয়া ম্যানেজার এস এম আবদুল মমিন।
ব্যবসায়ীদের
মধ্যে বক্তব্য রাখেন রাহাত ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী জুনায়েদ করিম
রাহাত, ফেরদৌস ট্রেডার্সের স্বত্বাধিকারী ফেরদৌস মুন্সী, মিজান ট্রেডার্সের
স্বত্বাধিকারী সাইফুল ইসলাম ভূঁইয়া, মা বাবার দোয়া এন্টারপ্রাইজের
স্বত্বাধিকারী হাসান আহমেদ।
বক্তারা বলেন, আমদানিকৃত সেরা কাঁচামাল,
সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণে উৎপাদিত হচ্ছে বাংলাদেশের সেরা
সিমেন্ট সেভেন রিংস্ সিমেন্ট। ঢাকা, খুলনা ও চট্টগ্রামে সেভেন রিংস্
সিমেন্টের তিনটি অত্যাধুনিক ফ্যাক্টরি রয়েছে। তাছাড়া দুবাইতে রয়েছে সেভেন
রিংস্ সিমেন্টের অত্যাধুনিক ভিআরএম প্রযুক্তির কারখানা। দেশের চাহিদা
মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে সেভেন রিংস্ সিমেন্ট। অনুষ্ঠানে মজবুত আগামী
গড়ার এই যাত্রায় সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানানো হয়।
ভাগ্যবান ২০ জন
ব্যবসায়ীর হাতে র্যাফেল- ড্রয়ের পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও সকল
ব্যবসায়ীদের জন্য সেভেন রিংস্ সিমেন্টের সৌজন্য গিফট প্রদান এবং মধ্যাহ্ন
ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।