রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লাার
চান্দিনায় অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার
সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। চান্দিনার থানার অফিসার
ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,
উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া দক্ষিণ বাজার হয়ে জুরপুকুরিয়া-কাশিমপুর
সড়কের ব্রীজ সংলগ্ন কাশিমপুর বেপারী বাড়ি এলাকার খালের পাশে একটি গাছের
সাথে সকালে একজন অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
আশপাশের লোকজন লাশ দেখলেও কেউ নাম-পরিচয় বলতে পারছেন না। এর আগে তাকে কেউ
এলাকায় দেখেওনি। তবে এটি হত্যা না আত্নহত্যা এনিয়ে এলাকায় গুঞ্জন চলছে। কেউ
কেউ দাবি করছেন ওই ব্যক্তিকে কেউ হত্য করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছে।
আবার কেউ কেউ বলছেন হয়তো কোন কারণে সে আত্নহত্যা করেছে।
চান্দিনার থানার
অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত
অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া
যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। রির্পোট
হাতে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্নহত্যা। নিহতের পরিচয়
শনাক্তের কাজ চলছে।