কুমিল্লা
সদর উপজেলায় ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে)
সকালে উপজেলার কালখড়পাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের
পরিচয় শনাক্ত করা যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ মে) সকালে স্থানীয়দের
মাধ্যমে খবর পেয়েছেন। আদর্শ সদর উপজেলার কালখড়পাড় মোড় এলাকায় এক ব্যক্তির
মরদেহ ডোবার পানিতে ভেসে আছে। শরীর পচে ফুলে গেছে। পরে মরদেহ উদ্ধার করে
সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয়
উদঘাটন করতে পারেনি পুলিশ।