প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:০০ পিএম আপডেট: ২৩.০৫.২০২৫ ৪:০৮ পিএম |
কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য, ভারতের কলকাতায় পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহারের মেঝ মেয়ে আয়মান বাহার সোনালী সংযুক্ত আরব আমিরাতের আরেক জনবহুল বড় শহর শারজায় গেছেন। গত ১১ মে রবিবার তিনি একা শারজায় যান। তবে তিনি আবুধাবিতে রয়েছেন বলেও কুমিল্লায় চাউর আছে। এ ছাড়া কয়েকদিনের মধ্যে সাবেক এমপি বাহারের বড় মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচিও দুবাইতে যাবেন। দুবাইয়ের ভিসা ওপেন হওয়ার পর তারও ভিসা হয়ে আছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। আয়মান বাহার সোনালীর বিরুদ্ধে কোন মামলা না থাকলেও তাদের ব্যাংক একাউন্ট জব্দ করা আছে। কিন্তু সূচির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই সোনালী ও তার ছোট বোন আজিজা বাহার ঢাকা হজরত শাহজালাল বিমান বন্দর দিয়ে পালানোর চেষ্টা করলেও পাসপোর্টে বাবার নাম আ ক ম বাহাউদ্দিন দেখে বিমান বন্দর কতৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়। পরে ঢাকায় আত্মগোপনের থাকার পর তারা আগরতলায় মা-বাবা ও বোনের কাছে চলে যান। সেখান থেকে স্বপরিবারে যান কলকাতায়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলা এলাকার এক সাবেক চেয়ারম্যানের মাধ্যমে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহারের দুই মেয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। ঐ চেয়ারম্যানের সৌদী আরবে ব্যবসা রয়েছে। তার আত্মীয় সারজায় থাকেন। প্রথমে গত ১১ মে বাহারের মেঝ মেয়ে আয়মান বাহার সোনালী সেখানে পৌঁছান এবং কয়েক দিনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহার সূচিও পৌঁছাবেন। তারও ভিসা হয়ে আছে। পলাতক বাহার পরিবার দুবাইতেই সেটেলড হবেন বলে আগেই জানা গিয়েছিল। দুবাইয়ের ভিসা বন্ধ থাকায় তারা সেখানে যেতে পারছিলেন না।
সূত্র জানায়, দুবাইতে আগে থেকেই আছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। তার ৫ আগস্টেও আগেই দেশ ছাড়েন।