স্টাফ
রিপোর্টার: কুমিল্লায় বিদ্যুতের চরম ভোগান্তিতে কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও
বিতরণ- ১ এর কলেজ ফিডারের গ্রাহকগণ। এই ফডারে অতিমাত্রায় লোড শেডিং এবং
বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ট ও বিক্ষুব্দ হয়ে
পড়েছেন গ্রাহকগণ। চরম ক্ষুব্দ গ্রাহকগণ দ্রুত এর সমাধান চাইছেন।
জানা
গেছে, কুমিল্লা শহরতলি ঝাগুরজুলি থেকে ভিক্টোরিয়া কলেজ হয়ে দৌলতপুর পর্যন্ত
এ ফিডারটির নাম কলেজ ফিডার। সাম্প্রতিক সময়ে এ ফিডারে লোড শেডিং
মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। দিনে কয়েকবার লোড শেডিং দেয়া হয়। সেই সাথে
সামান্য বৃষ্টি হলেই এ ফিডারে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে করে
মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হচ্ছে। গরমের মাধ্যে অস্থির হয়ে পড়ছেন
গ্রাহকগণ। তারা বলেন, ছোট্ট একটা ত্রুটি হলেও ঘন্টার পর ঘন্টা তা মেরামত
করে না। তাদের অবহেলার ফলে ভোগান্তি বাড়ে।
এ ব্যাপারে
চম্পকনগরের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজন আমাদের
মানুষ মনে করে না। বিদ্যুতের চমর ভোগান্তিতে অসহ্য হয়ে পড়েছি।
রাজাপুর
গ্রামের মোখশেদুর রহমান বলেন, এই লাইনটায় বিদ্যুতের ভোগান্তি বেশি। আমরা
বিল দেই মিটার ভাড়া দেই কিন্তু আশানুরুপ সেবা পাই না।
নির্বাহী
প্রকৌশরী মো. শহিদুল ইসলাম বলেন, এ ফিডারে কোন এক জায়গায় ইনস্যুরেটর সমস্যা
হয়ে আছে তা আমরা ধরতে পারছি না। এ সমস্যাটা দেখাও যায় না। ফলে কিছুটা
সমস্যা হচ্ছে। সহসাই ঠিক হয়ে যাবে।