চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে সচেতনতামূলক
অভিযান পরিচালনা করে অপকর্মের শাস্তি কর্মে আত্মসংশোধন করার সুযোগ দিয়েছে।
বুধবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ ভুমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা
গেছে, উপজেলা ভূমি অফিসের সামনের রাস্তায় নিরাপদে পথচারী চলাচল নিশ্চিত এবং
মোটরযান চলাচল সীমিত করতে এম এস পাইপের স্টান্ড স্থায়ীভাবে লাগানো হয়েছে।
দৃষ্টি আকর্ষণের জন্য এম এস পাইপগুলো লাল সাদা কালো রঙে সজ্জিত করা হয়েছে।
একদিনের ব্যবধানে মোটরসাইকেল জোরপূর্বক প্রবেশ করিয়ে পাইপের সৌন্দর্য নষ্ট
করে দিয়েছে বাইকাররা। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল
হোসেন আকস্মিক অভিযান পরিচালনা করে হাতেনাতে একজনকে বাইক প্রবেশ করতে থাকা
অবস্থায় আটক করেন। এ সময় জনসচেতনতা সৃষ্টি এবং যার অপকর্ম তার কর্মের
মাধ্যমে সংশোধনের বার্তা হিসেবে তৎক্ষণাৎ বাইকারের মাধ্যমে পাইপগুলোতে
পুনরায় রঙ লাগানো হয়। তবে বাইকের কোনো কাগজপত্র দেখাতে সক্ষম না হওয়ায়
বাইকটি হাইওয়ে থানা হেফাজতে হস্তান্তর করা হয় এবং মালিকানার উপযুক্ত
কাগজপত্র প্রদর্শনপূর্বক হাইওয়ে থানা থেকে ফেরত নেয়ার নির্দেশ দেয়া হয়।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের নিরাপত্তার কথা ভেবেই
এখানে স্থায়ীভাবে মোটরযান চলাচল সীমিত করা হয়েছে। কাজেই আপনাদেরই এগুলো
রক্ষা করতে হবে। প্রয়োজনে প্রতিবাদ করতে হবে’।