ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ছিনতাইকালীন সময়ে এক জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। ২১ মে বুধবার রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি উপজেলার বলদখাল ব্রিজের কাছ থেকে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারী আমির হোসেন (২৯) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের শাহ আলমের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, গোমতী সেতু পুর্ব পাশে ঢাকামুখী গাড়িগুলো টোল দেওয় সময় লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তখন ছিনতাইকারী দল ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। দাউদকান্দি হাইওয়ে টহল পুলিশ তাদেরকে দেখে ফেলে। পুলিশ ছিনতাইকারীদের দাওয়া দিলে একজনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। এসময় ছিনতাইকারী আমির হোসেন থেকে দুটি দাড়ালো চাকু পাওয়া যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কুমিল্লার কাগজকে জানান, মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতির সময় দুটি চাকুসহ একজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।